জাফর ইকবাল ওনার পেইজে অভিজিত কে নিয়ে পোস্ট করেন,সেই পোস্টের প্রতিবাদে ২ রা মার্চ, ২০১৫ আমি,আমার ফেইসবুকে এই পোস্ট টা করি,এইটা ব্লগে আবার কপি করলাম ।
লিখেছেন লিখেছেন নান্দিনী ১৪ আগস্ট, ২০১৫, ০৮:৫৬:২৯ রাত
শ্রদ্ধ্যেয় জাফর ইকবাল স্যার,,
দেশ এবং দেশের বাইরে আপনি একজন অতি সম্মানিতো একজন ব্যক্তি,সমাজের উচ্চ পর্যায়ের একজন শিক্ষিত ব্যক্তি এবং অবশ্যই বুদ্ধিজীবী শ্রেণীর একজন।
দেশের,সমাজের সার্বিক ক্ষেত্রেই যেকোনো
ঘটনার পরিপ্রেক্ষিতেই আপনার মতো বুদ্ধিজীবী শ্রেণীর প্রতি থাকে সাধারন মানুষের মনোযোগ,এই জন্য যে,আপনার অভিমত জানা।
৫৬হাজার বর্গমাইলের আমাদের এই দেশে প্রতিনিয়ত বিভিন্ন ইস্যু সৃষ্টি হচ্ছে,আর প্রতিটা ইস্যুতেই দেশের মানুষ ২ভাগে বিভক্ত হচ্ছে।
বর্তমানের একটি গুরুত্বপূর্ণ ইস্যু "অভিজিত হত্যা" । আপনার ভাষ্যমতে "মুক্তচিন্তার" অধিকারী একজন ব্যক্তি । একজন মুসলিম হিসেবে অভিজিত্ হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি,কারন ইসলাম এ ধরনের খুন বা হত্যা সাপোর্ট করে না।
দেশের একজন সচেতন এবং দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার কাছে জানতে চাই------
১.আপনার ভাষ্যমতে,একজন "মুক্ত চিন্তার অধিকারি,বিজ্ঞান সম্মতা যুক্তিবাদী,উদার" ব্যক্তি হয়ে,ওনি কিভাবে বিশ্বের শ্রেষ্ঠ্য মহামানব রাসূল (সাঃ) এবং ওনার পবিত্র স্ত্রী দের নিয়ে এতো কুত্সিত,অশ্লিল ভাষায় লেখা প্রকাশ করলেন?
এ জন্য কি ওনার ধর্মের দেব শিব ও তার পৌরানিক কাহিনী যথেষ্ট ছিলো না? ওনার এসব কুত্সিত ভাষার রগ রগে উপস্থাপনের মাধ্যমে ওনার কুত্সিত মনেরই প্রকাশ পায়,আর আপনি একজন নীতিবান ব্যক্তি হিসেবে অভিজত্ এর লেখার প্রশংসা করছেন,লেখার স্বীকৃতি
দিচ্ছেন "মুক্ত চিন্তার অধিকারী" হিসেবে।
খারাপ কাজ যে করে,আর খারাপ কাজ যে
স্বীকৃতি দেয়,উভয়ই কি এক নয়?
২.লঞ্চ ডুবে আর পেট্রোল বোমায় ঝলসে
যাওয়া মানুষের আর্তচিত্কার আপনি অনুভব করেন,কখনও কি অনুভব করেছেন,ঘর থেকে সুস্থ সবল একজন মানুষকে ধরে নিয়ে গিয়ে,নৃশংস,অমানুষিক অত্যাচারের মাধ্যমে খুন করে ক্রসফায়ার বলে চালিয়ে দেয়া হচ্ছে তাদের কষ্ট?
৩.রাজিব,ইমরান,অভিজিতের মতো ব্যক্তিরা আপনার কাছে সম্মানিতো,গর্বের ব্যাপার। আর যারা জীবন পরিচালনার জন্য সত্য,সঠিক পথ বেছে নিয়েছে,যাদের দ্বারা খুন,রাহাজানি,ধর্ষন,ট্যান্ডারবাজী এসব হচ্ছে না,তারা হয়ে গেলো মৌলবাদী???একটি ইতিবাচক শব্দ "মৌলবাদী" যা বর্তমানে নেতিবাচক হিসেবে প্রচলিত,আপনাদের মতো "মুক্ত চিন্তাবিদ" দের মাধ্যমে।
৪.অভিজিত ওনার মুক্ত চিন্তা অন্যভাবেও
ফলাতে পারতেন,কিন্তু ইসলাম কে নিয়ে কটুক্তি,কুত্সা রটনা করার কোনো অধিকার ওনার কারো নাই।
৫.অভিজিতের মৃত্যুতে অনার বাব,স্ত্রী
পরিজনের শোক,কষ্ট আপনি দেখলেন,কিন্তু আপনাদের তথাকথিত সোনার ছেলেরা এবং মানুষের বন্ধু হিসেবে পরিচিতো পুলিশের দ্বারা যারা দিনের পর দিন নৃশংস ভাবে নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে,তাদের মা বাবা কষ্ট কখনও অনুভব
করেছেন??
ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়ে যে বাংলাদেশ তৈরি করেছিলেন,আমরা সেই বাংলাদেশ পাইনি । স্বাধীন বাংলাদেশে আমরা পরাধীন জাতি,যেখানে কেউ ইচ্ছে করলেই অন্য ধর্মের নামে,যেকোনো নির্দিষ্ট মানব শ্রেণী বা দলের বিরুদ্ধে অপপ্রচার প্রপাগান্ডা,চালাতে পারে,আর এর মদদ যোগান আপনারা "বুদ্ধিজীবী শ্রেণীরা" যার ফলে সৃষ্টি হচ্ছে একেক জন রাজীব,ইমরান,অভিজিত ।
এই দেশ যেমন কোনো জঙ্গী,ধর্মান্ধ, কাপুরুষদের নয়,তেমনি এই দেশ "মুক্ত চিন্তার" মূখোশ ধারী রাজীব,ইমরান,অভিজিত দের নয় ।
এই দেশ বাংলার আপাময় জনতার,
যাদের মধ্যে নেই মুক্তচিন্তার নামে
অশ্লীল কথার কাঁদা ছোড়াছুড়ি,
বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী চিন্তার নামে, কুত্সিত কথার ফুলঝরি ।
.
.
.
.
.
.
#জাফর_ইকবাল_স্যার_এর_ফেইসবুক_পেইজে_
প্রকাশিতো_অভিজিতকে_নিয়ে_পোস্টের_
প্রতিবাদে
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আর এক নাস্তিক আরেক নাস্তিককে উৎসাহ্ দিবেই।কারণ তারা চায়ই ইসলাম ধ্বংশ হোক।
তার মগজ বিকৃত এবং বিক্রিত।
কিন্তু এই মানুষগুলি কখনই সত্য স্বিকার করবে না।
মন্তব্য করতে লগইন করুন